কুমিল্লা জেলার তথ্যাবলী
কুমিল্লা জেলা ২৩°০১' থেকে ২৩°৪৭' ৩৬" উত্তর অক্ষাংশে এবং ৯০°৩৯' থেকে ৯১°২২' পূর্ব দ্রাঘিমাংশে বিস্তৃত।
কর্কটক্রান্তি রেখা কুমিল্লা জেলা অতিক্রম করেছে।
সীমানাঃ উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে ফেনী ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা।
আয়তনঃ ৩০৮৭.৩৩ বর্গ কিলোমিটার।
আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্যঃ ১০৬ কিলোমিটার।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কুমিল্লা-এর ব্যবহৃত ভবনের ইতিহাস
বর্তমানে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনটির বাড়ির মালিক ছিলেন শ্রী রমেশচন্দ্র দত্ত বাহাদুর। তিনি এই জেলার তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। এই বাড়ি এখন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় কুমিল্লা হিসেবে পরিচিত। ২০১৬ সনে তৎকালীন জেলা খাদ্য নিয়ন্ত্রক, জনাব মোহাম্মদ ফারুক হোসেন বাড়িটির সংস্কারকাজ করেন। অসাধারণ কারুকার্যমন্ডিত এই বাড়ী। বাড়িটির বিস্তারিত ইতিহাস জানা যায় নি। সরকারি ভাবে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাড়িটির পেছনের অংশও যথেষ্ট সুন্দর৷ স্থানীয় সরকার খুব সুন্দরভাবে বাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন।ভবনটির পিছনে রয়েছে বিশাল পুকুর ৷ পুকুরের সামনে রয়েছে একটি ব্যাডমিন্টন কোর্ট যা প্রাক্তন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরীর সময়ে তৈরি করা হয়েছে। ব্যান্ডমিন্টন কোর্টের পাশেই রয়েছে রায় বাহাদুরের পুর্বপুরুষের একটি সমাধি মঠ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস